গাইবান্ধায় জেলা পরিষদের মিলনায়তনে জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার ( ৫ এপ্রিল) সন্ধ্যায় মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায়,সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রশিদ সরকার, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ও রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান চৌধুরী সাবেক এমপি ও জাতীয় পার্টি চেয়ারম্যান উপদেষ্টা গোবিন্দগঞ্জ,
এ্যাড.গোলাম শহীদ রঞ্জু জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী কমিটি,রাগীব হাসান চৌধুরী হাবুল সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, শাহজাহান খান আবু সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, রেজাউন্নবী রাজু সভাপতি জাতীয় শ্রমিক পার্টি গাইবান্ধা জেলা ও অর্থবিষয়ক সম্পাদক জাতীয় কেন্দ্রীয় নির্বাহী পার্টি,অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহামুদুর রহমান মুকুল সাবেক সাধারণ সম্পাদক জাতীয় পার্টি। এছাড়াও বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির অঙ্গ ওসহযোগীসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।