বুঝা বড় দায়
কে কার ক্ষতি করতে পিছে ছূটছে
কখন কে যে কার করবে সর্বনাশ!
ঠিক বুঝা বড় দায়! আজকাল কার কি ভাষা
বিপদে ফেলে মাথায় ভাঙবে বাঁশ।
গোমরা মুখে কে হাসছে,কে কাঁদছে
কে কাকে করছে চরম ঘেন্না,
হঠাৎ বদলে যাওয়া মুখগুলোকে
কেউ কি দেখতে পান-না।
আজকাল বুঝা বড় দায় কে বন্ধু কে শত্রু
যারা আছে আশেপাশে কেই-বা আপন,
কে কখন যে কার কার হৃদয় ভাংছে
আবার গড়ছে কে কার কখন মন।
পাশে থেকে কে কে করছে তুখোড় অভিনয়
কে মিথ্যুক কে চালবাজ কার আছে কি ধান্দা,
সত্য হলো আহত বিশ্বাসের অবাক দুঃসময়
ক্ষণকালেও বুঝতে পারে না সাদা মনের বান্দা।
আপন ভেবে আসলে কে চাইছে চিরকাল ভাল থাকুক
আবার অযথা কেউ কেউ সুখের ঘরে লাগাচ্ছে দ্বন্দ্ব,
কারো কারো অন্যের সুখ দেখে একেবারেই সহ্য হয় না
বুক চাপড়ে কেঁদে-কেঁদে কয় শালার কপালটাই মন্দ।
কে কখন কোন নেতা হয়ে কার কার দলে ভিড়ছে
এবং কোন মন্ত্রের চালে কে কাকে ডোবাচ্ছে,
কথার রংবাহারিতে কাকে ঠিক ভাল মানুষ বুঝবো
মারপ্যাচের খেলাটা রাতদিন কেবা-কারা খেলছে।
তবে এটা ঠিক!সাধু থাকতে আর ভালোর বেলায়
কে কার জীবনে হিংসায় পুড়ে ঘটায় লীলাখেলা,
জগত-জোড়া এত যে মানুষ কে কিভাবে আপন হয়ে
শত্রুবেসে চিরকালীন খেলছে করুণ খেলা।
(মাহাবুবা লাকি)