সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় পটাশ সার বেশি দামে বিক্রয়ের সময় হাতেনাতে ধরা ও জরিমানা আদায়

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ৩৬ Time View

স্টাফ রিপোর্টার মোঃ তোফাজ্জল হোসেন

 

৩০ আগস্ট,২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে,জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার সরাইগাছি ও শিশা বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন।

তদারকিকালে,শিশা বাজারে অবস্থিত হাজী ট্রেডিং কর্পোরেশন স্বত্বাধিকারী মোঃ নাজমুল আলম,৭৫০ টাকার পটাশের বস্তা ১৫০০ টাকায় বিক্রয় করার মুহূর্তে হাতেনাতে ধরা পড়ায় ৩০,০০০/- টাকা; লতিফ ট্রেডার্স, সত্ত্বাধিকারী আব্দুল মতিন টিসপি সারের দাম ১০০ টাকা বেশি নেয়ায় ১০,০০০/- টাকা এবং সরাইগাছিতে অবস্থিত আল মদিনা ল্যাব অ্যান্ড হসপিটাল ক্লিনিকের লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ।এছাড়াও উক্ত ক্লিনিকের কার্যক্রম লাইসেন্স পাওয়া পর্যন্ত স্থগিদের আদেশ দেন ।

অভিযানে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার জনাব ডাঃ সালাহউদ্দীন রশীদ,নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আবু বকর সিদ্দিক এবং পোরশা থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।

এসময় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন বলেন,ডিলার সারের দাম কোথাও বেশি রাখলে প্রমাণক ( ভাউচার/ ভিডিও) সহ অভিযোগ করুন।(ad-naogaon@dncrp.gov.bd) এই ঠিকানায়।জনস্বার্থে এ ধরনের তদারকি আমাদের অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গাইবান্ধায় নবাগত ও বিদায়ী পুলিশ সুপারের সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

নওগাঁয় পটাশ সার বেশি দামে বিক্রয়ের সময় হাতেনাতে ধরা ও জরিমানা আদায়

Update Time : ০৮:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

স্টাফ রিপোর্টার মোঃ তোফাজ্জল হোসেন

 

৩০ আগস্ট,২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে,জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার সরাইগাছি ও শিশা বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন।

তদারকিকালে,শিশা বাজারে অবস্থিত হাজী ট্রেডিং কর্পোরেশন স্বত্বাধিকারী মোঃ নাজমুল আলম,৭৫০ টাকার পটাশের বস্তা ১৫০০ টাকায় বিক্রয় করার মুহূর্তে হাতেনাতে ধরা পড়ায় ৩০,০০০/- টাকা; লতিফ ট্রেডার্স, সত্ত্বাধিকারী আব্দুল মতিন টিসপি সারের দাম ১০০ টাকা বেশি নেয়ায় ১০,০০০/- টাকা এবং সরাইগাছিতে অবস্থিত আল মদিনা ল্যাব অ্যান্ড হসপিটাল ক্লিনিকের লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ।এছাড়াও উক্ত ক্লিনিকের কার্যক্রম লাইসেন্স পাওয়া পর্যন্ত স্থগিদের আদেশ দেন ।

অভিযানে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার জনাব ডাঃ সালাহউদ্দীন রশীদ,নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আবু বকর সিদ্দিক এবং পোরশা থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।

এসময় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন বলেন,ডিলার সারের দাম কোথাও বেশি রাখলে প্রমাণক ( ভাউচার/ ভিডিও) সহ অভিযোগ করুন।(ad-naogaon@dncrp.gov.bd) এই ঠিকানায়।জনস্বার্থে এ ধরনের তদারকি আমাদের অব্যাহত থাকবে।