সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এমন একটি ভালো মানুষের মেয়েক হামরা এক যোগে সগলাই ভোট দেমো।রাব্বী কন্যা বুবলীকে নিয়ে যতো জলপনা কল্পনা

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • ৩০ Time View

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

 

গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি-৫ আসনে আসন্ন উপ নির্বাচনে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপির কন্যা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফারজানা রাব্বী বুবলীকে নিয়ে বিভিন্ন হাট বাজারে নৌ-বন্দর চরাঞ্চলসহ চায়ের দোকানে জলপনা কল্পনা শুরু হয়েছে।

সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন জানান,এ্যাড.ফজলে রাব্বী মিয়া ৭ বারের এমপি ২ বারের ডেপুটি স্পিকার সে একজন বিজ্ঞ পার্লামেন্টিরিয়ান ছিলেন।সাঘাটা- ফুলছড়িতে এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির শূন্য স্থান পূরনে তার কন্যা ফারজানা রাব্বী বুবলীকেই আমরা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার আকুল আবেদন ও জোর দাবী জানাচ্ছি।

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক,ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,হাবিবুর রহমান বলেন,বুবলী আপা আমাদের ফুলছড়ির গর্ব উত্তরবঙ্গের কৃতি সন্তান বিচারপতি খুশি সাহেবের স্ত্রী এবং মহান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ৭ বারের এমপি মরহুম এ্যাড.ফজলে রাব্বী মিয়ার কন্যা।তাই বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আমরা বুবলীকে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্নর কাছে দাবী জানাই।

এদিকে চরাঞ্চলের সাধারণ জনগণ বলেন,হামার ভেলু মিয়া বন্যার সময় হামাগড়ে এলাকাত বন্যার পানিত যখন হামাগড়ে ফসলসহ ঘর-বাড়ীর ক্ষতি হয় ও ঘর বাড়ি ছাড়ি অন্যযায়গাত গিয়ে আশ্রয় নিয়া চরম কষ্টত জীবন যাপন করি তখন প্রত্যেক বারে বন্যার সময় ভেলু মিয়া হামাগড়ে বাড়ী বাড়ী গিয়া খোজ খবর নিয়া হামাগড়েক টেকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করতো হামাগড়েক শান্তনা দিতো।এমন একটি ভালো মানুষের মেয়েক হামরা এক যোগে সগলাই ভোট দেমো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গাইবান্ধায় নবাগত ও বিদায়ী পুলিশ সুপারের সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

এমন একটি ভালো মানুষের মেয়েক হামরা এক যোগে সগলাই ভোট দেমো।রাব্বী কন্যা বুবলীকে নিয়ে যতো জলপনা কল্পনা

Update Time : ০৯:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

 

গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি-৫ আসনে আসন্ন উপ নির্বাচনে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপির কন্যা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফারজানা রাব্বী বুবলীকে নিয়ে বিভিন্ন হাট বাজারে নৌ-বন্দর চরাঞ্চলসহ চায়ের দোকানে জলপনা কল্পনা শুরু হয়েছে।

সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন জানান,এ্যাড.ফজলে রাব্বী মিয়া ৭ বারের এমপি ২ বারের ডেপুটি স্পিকার সে একজন বিজ্ঞ পার্লামেন্টিরিয়ান ছিলেন।সাঘাটা- ফুলছড়িতে এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির শূন্য স্থান পূরনে তার কন্যা ফারজানা রাব্বী বুবলীকেই আমরা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার আকুল আবেদন ও জোর দাবী জানাচ্ছি।

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক,ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,হাবিবুর রহমান বলেন,বুবলী আপা আমাদের ফুলছড়ির গর্ব উত্তরবঙ্গের কৃতি সন্তান বিচারপতি খুশি সাহেবের স্ত্রী এবং মহান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ৭ বারের এমপি মরহুম এ্যাড.ফজলে রাব্বী মিয়ার কন্যা।তাই বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আমরা বুবলীকে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্নর কাছে দাবী জানাই।

এদিকে চরাঞ্চলের সাধারণ জনগণ বলেন,হামার ভেলু মিয়া বন্যার সময় হামাগড়ে এলাকাত বন্যার পানিত যখন হামাগড়ে ফসলসহ ঘর-বাড়ীর ক্ষতি হয় ও ঘর বাড়ি ছাড়ি অন্যযায়গাত গিয়ে আশ্রয় নিয়া চরম কষ্টত জীবন যাপন করি তখন প্রত্যেক বারে বন্যার সময় ভেলু মিয়া হামাগড়ে বাড়ী বাড়ী গিয়া খোজ খবর নিয়া হামাগড়েক টেকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করতো হামাগড়েক শান্তনা দিতো।এমন একটি ভালো মানুষের মেয়েক হামরা এক যোগে সগলাই ভোট দেমো।