আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনীত প্রার্থী ও এনসিপি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ উঠান বৈঠক করেছেন। শুক্রবার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদুলপুর ইউনিয়নের কাবিলপুর-সোনাতলা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় গণমান্য ব্যক্তি, বিভিন্ন বয়সী ভোটার, নারী-পুরুষসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন।উঠান বৈঠকে নাজমুল হাসান সোহাগ বলেন, “গাইবান্ধা-৩ আসনকে উন্নয়ন, শান্তি ও নাগরিক অধিকারের মডেল আসনে রূপ দিতে এনসিপি দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।”
এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুবসমাজের কর্মসংস্থান এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে তাঁর নির্বাচনি অঙ্গীকার হিসেবে তুলে ধরেন। স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাসও দেন তিনি।
উঠোন বৈঠকে বক্তারা নাজমুল হাসান সোহাগের প্রার্থীতা স্বাগত জানিয়ে তাকে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের অবহেলিত এলাকার উন্নয়ন ও জবাবদিহিমূলক নেতৃত্বের জন্য একজন যুবপ্রতিশ্রুতিশীল নেতার প্রয়োজন—যা তারা সোহাগের মধ্যে দেখতে পাচ্ছেন।
স্টাফ রিপোর্টর: 


















