বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে গত ৯ ডিসেম্বর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সমাজে অসামান্য অবদান রাখা নারীদের সম্মাননা জানিয়ে প্রদান করা হয় ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’। এ বছর এসকেএস ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পভুক্ত গাইবান্ধার চার নারী এই সম্মাননা অর্জন করেছেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—মমেনা বেগম, মোছা. জাহানারা বেগম, মোছা. ফাইমা বেগম ও মোছা. মমতাজ খাতুন। অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
এসকেএস ফাউন্ডেশনের Community-Based Climate Resilience and Women’s Empowerment and Action (CREA) প্রকল্পের অংশগ্রহণকারী ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের দুই নারী—মমেনা বেগম (খাটিয়ামারী) ও মোছা. জাহানারা বেগম (ফজলুপুর)—দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে স্বাবলম্বী হয়ে উঠেছেন।
মমেনা বেগম আয়ের বহুমুখীকরণ, স্বাবলম্বিতা এবং অন্য নারীদের অনুপ্রাণিত করার ভূমিকার জন্য ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে পুরস্কৃত হন।
জাহানারা বেগম সামাজিক কুসংস্কার দূরীকরণ, নারী-শিশু অধিকার আদায় ও সামাজিক অন্তর্ভুক্তিতে অসামান্য ভূমিকার জন্য ‘সমাজ উন্নয়নে অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে সম্মাননা পান।
সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মোছা. ফাইমা বেগম, যিনি এসকেএস পরিচালিত PPEPP-EU প্রকল্পের অংশগ্রহণকারী, জন্মগত প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে ক্ষুদ্র ব্যবসায় সফলতা অর্জন করেছেন। আত্মমর্যাদা বজায় রেখে আত্মনির্ভরশীল হওয়ার দৃঢ়তার স্বীকৃতিস্বরূপ তিনি ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন।
গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মোছা. মমতাজ খাতুন, এসকেএস পরিচালিত Youth Employment Project (YEP) এর অংশগ্রহণকারী, নারী উদ্যোক্তা হিসেবে জীবিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের স্বাবলম্বী করতে বিশেষ ভূমিকা রাখার জন্য জেলা ও উপজেলা—উভয় পর্যায়ে পুরস্কৃত হন। তিনিও ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে অদম্য নারী হিসেবে সম্মাননা পেয়েছেন।
আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সংগ্রাম, জীবনগড়ার গল্প ও সমাজ উন্নয়নে অবদানের কথা তুলে ধরা হয়। এসকেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত চার নারীকে অভিনন্দন জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টর: 


















