গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।
শুভেচ্ছা বিনিময়ের সময় প্রার্থী স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইউএনও’র সাথে মতবিনিময় করেন।
পরিচিতি সভায় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আশেক আলী, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন মিলন, পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান লিপু, বিএনপি নেতা শামসুজ্জামান প্রমানিক তনু, পৌর নেতা আরাফাত হোসেন, কৃষকদল আহ্বায়ক ফারুক মিয়া সহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ইউএনও সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নে প্রশাসনিক ধারাবাহিক কর্মকান্ডের কথা উল্লেখ করেন এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে ধানের শীষের প্রার্থী গণমাধ্যমকে জানান, সুন্দরগঞ্জের উন্নয়নেই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনের সঙ্গে সমন্বয় থাকলে এলাকার মানুষের সমস্যা দ্রুত সময়ে সমাধান করা যাবে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি: 


















