আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা):
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উৎসবমুখর রাখতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বুধবার গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা ফুলছড়ি উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
রাত ১০টার দিকে কালীরবাজার কেন্দ্রীয় মন্দিরে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি উপস্থিত ভক্ত দর্শনার্থীদের সাথে কথা বলে সার্বিক খোঁজখবর নেন।
এসময় পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবে।’
তিনি আরও আশ্বাস দেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সর্বোচ্চ নজরদারি রাখা হয়েছে। পূজায় আগত সাধারণ মানুষ নির্ভয়ে আনন্দঘন পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন।
পরিদর্শনকালে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, কালীর বাজার কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি মিলন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিরেন্দ্র বর্মন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।