স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ব্যতিক্রমী এক কাণ্ড ঘটালেন গাইবান্ধার এক যুবক। তালাকের স্বস্তি উদযাপনে তিনি ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজার এলাকায় শুক্রবার (১৮ জুলাই) বিকেলে হৃদয় মিয়া (২৫) নামের ওই যুবক প্রকাশ্যে এই দুধ গোসল করেন। তিনি একই গ্রামের রিয়া মনি খাতুন (২১)কে প্রায় এক বছর আগে দুই লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন। বিবাহের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল বলে জানান হৃদয়।
বৃহস্পতিবার, উভয়পক্ষের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় এবং রিয়ার পরিবার মোহরানার পুরো টাকা বুঝে পায়। এরপরদিন স্থানীয় বাজারে হৃদয় মিয়া, তালাকের আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেন। তার পরিবারের সদস্যরা গ্রাম্য গান গেয়ে তাকে গোসল করায়, যা দেখতে ভিড় করেন আশপাশের শত শত মানুষ।
ঘটনার বিষয়ে হৃদয় মিয়া বলেন, বিয়ের পর থেকেই অশান্তি চলছিল। সংসারে কখনো শান্তি পাইনি। তালাক দিয়ে মানসিক স্বস্তি ফিরে পেয়েছি, তাই দুধ দিয়ে গোসল করে সেটা উদযাপন করেছি।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান বলেন, স্থানীয়ভাবে এমন একটি ঘটনার কথা শুনেছি। এটি আমাদের সমাজে ব্যতিক্রম এবং কিছুটা বিস্ময়করও বটে।ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
তালাকের পর ২৫ কেজি দুধে গোসল, গাইবান্ধার যুবকের স্বস্তির উদযাপন ভাইরাল।
-
গাইবান্ধা জেলা প্রতিনিধি: - Update Time : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- ১৪৩ Time View
Tag :
Popular Post












