সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নুর-রাশেদসহ গণঅধিকারের ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

  • নিউজডেক্স:
  • Update Time : ০১:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১০২ Time View

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

৩১ মে ঘটনার পর জাপার মামলা কোতোয়ালি মডেল থানা গ্রহণ না করায় আদালতে অভিযোগ দেয় জাপা। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ জুলাই) আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

দ্রুত বিচার আইনে করা এই মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খানের নামও রয়েছে মামলায়।

জাপার জেলা সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাপা কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।

জলিল জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ডলি আদালতের আদেশের পত্র গ্রহণ করেছেন।

মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।

গত ৩১ জুন বিকেলে নগরীতে জাপার মিছিলে হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে।

(সুত্র:কালবেলা)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গাইবান্ধায় নবাগত ও বিদায়ী পুলিশ সুপারের সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

নুর-রাশেদসহ গণঅধিকারের ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

Update Time : ০১:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

৩১ মে ঘটনার পর জাপার মামলা কোতোয়ালি মডেল থানা গ্রহণ না করায় আদালতে অভিযোগ দেয় জাপা। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ জুলাই) আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

দ্রুত বিচার আইনে করা এই মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খানের নামও রয়েছে মামলায়।

জাপার জেলা সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাপা কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।

জলিল জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ডলি আদালতের আদেশের পত্র গ্রহণ করেছেন।

মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।

গত ৩১ জুন বিকেলে নগরীতে জাপার মিছিলে হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে।

(সুত্র:কালবেলা)