সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে রাতের আধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনারের সীমানা প্রাচীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে কে বা কারা এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীর ভেঙে ফেলে। সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে আজ বুধবার (২৮ মে) বিকেলে বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি পৌর শহরের গোলাপবাগ বাজার গোহাটিতে অবস্থিত। ২৭ মে দিবাগত রাতে এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছে।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা এক ফেসবুক পোস্টে প্রতিবাদ করে বলেন, রহস্য কী? গোবিন্দগঞ্জবাসী জানতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, হাটের জায়গা বৃদ্ধির জন্য এমন ঐতিহ্যের উপর হাত দিয়েছে বলে অভিযোগ তোলেন।

দিনব্যাপী শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙ্গার কথা জানাজানি হলে বুধবার বিকেলে শহীদ মিনারের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন পাতা প্রমুখ। বক্তারা বলেন, যারা ঐতিহ্যবাহী এই শহীদ মিনারের সীমানা প্রাচীর ভেঙেছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সেই সাথে অবিলম্বে আগের মত করে সীমানা প্রাচীর গড়ে তোলার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা করার কথাও বলেন।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙ্গার বিষয়ে বিক্ষোভের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানাকে কয়েকবার মুঠোফোনে কল এবং ক্ষুদে বার্তা দিলেও তিনি কল রিসিভ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গাইবান্ধায় নবাগত ও বিদায়ী পুলিশ সুপারের সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

গোবিন্দগঞ্জে রাতের আধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনারের সীমানা প্রাচীর

Update Time : ১০:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে কে বা কারা এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীর ভেঙে ফেলে। সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে আজ বুধবার (২৮ মে) বিকেলে বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি পৌর শহরের গোলাপবাগ বাজার গোহাটিতে অবস্থিত। ২৭ মে দিবাগত রাতে এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছে।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা এক ফেসবুক পোস্টে প্রতিবাদ করে বলেন, রহস্য কী? গোবিন্দগঞ্জবাসী জানতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, হাটের জায়গা বৃদ্ধির জন্য এমন ঐতিহ্যের উপর হাত দিয়েছে বলে অভিযোগ তোলেন।

দিনব্যাপী শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙ্গার কথা জানাজানি হলে বুধবার বিকেলে শহীদ মিনারের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন পাতা প্রমুখ। বক্তারা বলেন, যারা ঐতিহ্যবাহী এই শহীদ মিনারের সীমানা প্রাচীর ভেঙেছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সেই সাথে অবিলম্বে আগের মত করে সীমানা প্রাচীর গড়ে তোলার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা করার কথাও বলেন।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙ্গার বিষয়ে বিক্ষোভের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানাকে কয়েকবার মুঠোফোনে কল এবং ক্ষুদে বার্তা দিলেও তিনি কল রিসিভ করেননি।