“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, উপজেলা জামায়াতেত সাবেক আমির নুরনবী প্রধান, মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মন্ডল প্রমুখ।
তিন দিনব্যাপী এ মেলায় সেবা প্রার্থীদের অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান এবং রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইন ডিসিআর ও খতিয়ান সেবা’সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি: 











