গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে চার বছরের শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩টায় উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে ঢাকা-রংপুর মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে আতিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন শেখ, সাহারুল ইসলাম, বাবুল সরকার, রিফাত শেখ, শিলন প্রধান, সাব্বির প্রধান, মাহাবুবুর রহমান শেখ, গোলাম রাব্বী, ফরিদুল ইসলাম, আবু সাঈদ, সিরাজুল ইসলাম সাবু, সিথিল শেখ, সবুজ মহন্ত প্রমুখ।
জানা গেছে, গত ৯ মে সাড়ে চার বছরের শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে আফসার আলী ইদুর ছেলে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামে এক যুবক তাকে বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বর্তমানে শিশুটি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় গত ১৮ মে শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে থানা পুলিশ ধর্ষক সাদ্দামকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
গাইবান্ধা জেলা প্রতিনিধি: 











