বিএনপির সাবেক সদস্য মরহুম সৈয়দুজ্জামান এর ২ বিঘা জমির পাকা ধান বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিল পরিবারটি।এ অবস্থায় মরহুম দলীয় কর্মীর পরিবারের বিপদে এগিয়ে এসেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুর থেকে তারা মরহুম সৈয়দুজ্জামানের জমির ধান কাটা শুরু করেন।

ধানকাটার ঘটনাটি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামের।
এ বিষয়ে বোয়ালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এ্যাড:রুবেল বলেন, ‘মরহুম সৈয়দুজ্জামান আমাদের কর্মী ছিলেন। তিনি মারা যাওয়ায় পরিবারের লোকজন জমির পাকা ধান কাটতে পারেননি। এ নিয়ে পরিবারে চরম হতাশা বিরাজ করছিল।’
তিনি আরো জানান, বিষয়টি আমাদের ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা জানতে পারেন। পরে দলীয় নেতা-কর্মীরা মরহুম সৈয়দুজ্জানের অসহায় পরিবারের বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া খেতের পাকা ধান কেটে ঘড়ে তুলেদেয়া হয়।
ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সাহাদুল বলেন, আমরা বোয়ালী ইউনিয়ন বিএনপির কর্মীরা মরহুম সৈয়দুজ্জানের অসহায় পরিবারের পাশে দাড়াতে পেরে আমাদের অনেক ভালো লাগছে।পরবর্তীতেও এরকম কার্যক্রম আমাদের চলমান থাকবে।

উল্লেখ্য,ধান কাটতে সহযোগিতা করেন,গাইবান্ধা সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এ্যাড রুবেল,যুগ্ম আহবায়ক সুজা,সাহাদুল সহ ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল – সাধারন সম্পাদক রাজ্জাক, ৯নং ওয়ার্ড এর রনজু, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম – সাধারন সম্পাদক রাজু ও আতিকুর প্রমূখ।
স্টাফ রিপোর্টার: 











