গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় একাধিক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সাঘাটা ও পলাশবাড়ী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে সাঘাটা উপজেলার উল্যাবাজার এলাকা থেকে ভরতখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আজাদ শীতল ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস নজমকে গ্রেপ্তার করে পুলিশ।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই দুই নেতাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অন্যদিকে, মঙ্গলবার (২২ এপ্রিল) গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেএম ছিদ্দিকুর ইসলাম রবিকেও গ্রেপ্তার করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে রবিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ, যার আওতায় সন্দেহভাজন ও চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলায় এই অভিযান জোরদার করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রতিনিধি: 











