সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ওষুধ সিন্ডিকেট: ভুক্তভোগীদের করুণ চিত্র

সরকারি সেবা প্রতিষ্ঠান মা ও শিশু কল্যাণ কেন্দ্র গরীব ও অসহায় নারীদের সেবার নামে প্রতারণার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের মতে, এখানে কর্মরত কিছু পুরাতন ভিজিটর প্রসূতি মায়েদের ভয়ভীতি দেখিয়ে ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও, বিনামূল্যের ওষুধ না দিয়ে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে।
ভুক্তভোগী অনেকেই জানিয়েছেন, সরকারি হাসপাতাল থেকে সেবা পাওয়ার আশায় দূরদূরান্ত থেকে আসা নারীরা এখানে এসে হয়রানির শিকার হচ্ছেন। প্রসবকালীন সময়ে ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। টাকা না দিলে সেবার মান নিয়ে হুমকি দেওয়া হয়।

এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে যে, কিছু ভিজিটর মাতৃসদনের পাশেই ফ্ল্যাট কিনে দালালদের মাধ্যমে অবৈধ গর্ভপাত করিয়ে আসছেন। এসব কার্যকলাপে জড়িত চক্রটির কারণে নিরীহ রোগীরা চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন।
ভুক্তভোগীরা গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সাধারণ মানুষ চায়, অবৈধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সরকারি সেবার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে, তারা জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীর দাবি, যেন কোনো প্রভাবশালী মহল এই চক্রকে আড়াল করতে না পারে এবং প্রসূতি মায়েরা নির্ভয়ে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ওষুধ সিন্ডিকেট: ভুক্তভোগীদের করুণ চিত্র

Update Time : ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

সরকারি সেবা প্রতিষ্ঠান মা ও শিশু কল্যাণ কেন্দ্র গরীব ও অসহায় নারীদের সেবার নামে প্রতারণার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের মতে, এখানে কর্মরত কিছু পুরাতন ভিজিটর প্রসূতি মায়েদের ভয়ভীতি দেখিয়ে ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও, বিনামূল্যের ওষুধ না দিয়ে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে।
ভুক্তভোগী অনেকেই জানিয়েছেন, সরকারি হাসপাতাল থেকে সেবা পাওয়ার আশায় দূরদূরান্ত থেকে আসা নারীরা এখানে এসে হয়রানির শিকার হচ্ছেন। প্রসবকালীন সময়ে ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। টাকা না দিলে সেবার মান নিয়ে হুমকি দেওয়া হয়।

এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে যে, কিছু ভিজিটর মাতৃসদনের পাশেই ফ্ল্যাট কিনে দালালদের মাধ্যমে অবৈধ গর্ভপাত করিয়ে আসছেন। এসব কার্যকলাপে জড়িত চক্রটির কারণে নিরীহ রোগীরা চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন।
ভুক্তভোগীরা গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সাধারণ মানুষ চায়, অবৈধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সরকারি সেবার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে, তারা জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীর দাবি, যেন কোনো প্রভাবশালী মহল এই চক্রকে আড়াল করতে না পারে এবং প্রসূতি মায়েরা নির্ভয়ে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।