সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা TTC-তে ভর্তি পরীক্ষায় দুর্নীতি: পরীক্ষা বাতিলের ঘোষণা দিলেন জেলা প্রশাসক

গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC)-এর ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠার পর জেলা প্রশাসক পরীক্ষাটি বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন করার জন্য কেন্দ্রের অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন।

ভর্তি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি
স্থানীয়দের অভিযোগ, ভর্তি পরীক্ষার আগে কিছু নির্দিষ্ট প্রার্থীদের কাছে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। সেই সঙ্গে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে যোগ্যতার বাইরে থাকা প্রার্থীদের ভর্তি করানো হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছেন।

লিখিত অভিযোগ ও প্রশাসনের হস্তক্ষেপ
পাইওনিয়ার আইটি এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক মারুফ রেজা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানান।

পরীক্ষা বাতিল ও প্রশাসনের কঠোর পদক্ষেপ
জেলা প্রশাসক অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ভর্তি পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, “গাইবান্ধা TTC-তে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে লটারির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে।”

স্থানীয়দের প্রতিক্রিয়া
এ ঘোষণার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

গাইবান্ধা TTC-তে ভর্তি পরীক্ষায় দুর্নীতি: পরীক্ষা বাতিলের ঘোষণা দিলেন জেলা প্রশাসক

Update Time : ১২:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC)-এর ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠার পর জেলা প্রশাসক পরীক্ষাটি বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন করার জন্য কেন্দ্রের অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন।

ভর্তি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি
স্থানীয়দের অভিযোগ, ভর্তি পরীক্ষার আগে কিছু নির্দিষ্ট প্রার্থীদের কাছে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। সেই সঙ্গে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে যোগ্যতার বাইরে থাকা প্রার্থীদের ভর্তি করানো হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছেন।

লিখিত অভিযোগ ও প্রশাসনের হস্তক্ষেপ
পাইওনিয়ার আইটি এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক মারুফ রেজা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানান।

পরীক্ষা বাতিল ও প্রশাসনের কঠোর পদক্ষেপ
জেলা প্রশাসক অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ভর্তি পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, “গাইবান্ধা TTC-তে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে লটারির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে।”

স্থানীয়দের প্রতিক্রিয়া
এ ঘোষণার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।