পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই সহায়তা পৌরসভার অসহায় মানুষের জন্য ঈদ আনন্দকে আরও সুন্দর ও স্বস্তিদায়ক করে তুলেছে।
শনিবার ২২ মার্চ পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর প্রশাসক মোঃ আল ইয়াসা রহমান তাপাদার, যিনি বর্তমানে সহকারী কমিশনার (ভূমি), পলাশবাড়ী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে পলাশবাড়ী পৌরসভার দুঃস্থ ও দরিদ্র পরিবারগুলো সরকারের বিশেষ সহায়তা পেয়েছে। এ কর্মসূচি বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
সুবিধাভোগীদের প্রতিক্রিয়া
ভিজিএফ চাল পেয়ে সুবিধাভোগীরা অত্যন্ত আনন্দিত। তারা বলেন, “ঈদের আগে এই সহায়তা আমাদের অনেক উপকারে আসবে। সরকার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”
বিতরণ কার্যক্রমে উপস্থিত পৌর প্রশাসক মোঃ আল ইয়াসা রহমান তাপাদার বলেন, “সরকারের মানবিক সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সাথে কাজ করছি।”
ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
স্টাফ রিপোর্ট : 











