গাইবান্ধায় শামীম হত্যায় জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের গাফিলতি ও অনাগ্রহের প্রতিবাদে দারিয়াপুরে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২জানুয়ারি) সকাল ১১ টায় সদরের গাইবান্ধা – সুন্দরগঞ্জ সড়কে দাড়িয়াপুর বাজারে রাস্তা অবরোধ করে সচেতন এলাকাবাসী ও ছাত্রজনতা এই কর্মসুচি পালন করে। ২ ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বক্তব্য রাখেন,নিহত শামীমের বাবা রাঞ্জু,চাচা রবিন হোসেন লিটন,দাড়িয়াপুর বন্দর ব্যবসায়ী শহিদুজ্জামান রিজু,সদর বিএনপির যুগ্ন আহব্বায়ক আব্দুল আজিজ,খোলাহাটি ইউনিয়ন বিএনপির নেতা মৃদুল সহ অনেকে।
এসময় বক্তারা বলেন, প্রশাসনের গাফিলতির কারনে হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি। প্রশাসন ৭ থেকে ১০ দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলেও ১ মাসেও গ্রেফতার হয় নি।এতে প্রশাসনের প্রতি ক্ষুব্ধ হয় এলাকাবাসী সহ সচেতন মহল।
বক্তারা আরো বলেন,প্রশাসন চাইলে তাদের দেওয়া সময়ের মধ্যেই গ্রেফতার করতে পারত কিন্তুু তা তারা করেনি।
পরবর্তীতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার ঘটনাস্থলে পৌছে ৭ দিনের মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা এই কর্মসুচি প্রত্যাহার করলে যানচলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য,গত ১৮ ডিসেম্বর তারচুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আফজাল গং শামীম কে এলোপাথাড়ি মারধর করে পরে ২৪ শে ডিসেম্বর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম মৃত্যু বরন করে।
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 











