গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই বোন নামক এক বেকারী ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা।
১৬ অক্টোবর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আল ইয়াসা রহমান তাপাদার এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দোকান,মাংস ব্যবসায়ীদের গরু জবাইয়ের পর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ও ওজনে কম দিচ্ছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এক বেকারী ব্যবসায়ীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ১৫ ধারা অনুযায়ী পলাশবাড়ী উপজেলার রংপুর রোডে গৃধারীপুর গ্রামে দুই বোন বেকারি বিএসটিআই হতে মান যাচাই ব্যাতীত ব্রেড পণ্য উৎপাদন ও বাজারজাত করণ ও নকল মোড়কে পণ্য বিক্রয়ের দায়ে ১বেকারী ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় রংপুর বিভাগীয় বি এস টি আই ফিল্ড অফিসার তাওহীদ আলামিন,থানা পুলিশের এস আই মুরাদসহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।
মোঃফেরদাউছ মিয়া, পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ 











