গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জিয়াউর রহমানকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে নবাগত এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে স্বাগত জানানো হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা ভূমি অফিসে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তানজিম এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, নবাগত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তৌফিকুল ইসলাম, মোক্তাদির রহমান রোমান প্রমুখ।
এ সময় ফুলছড়ি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জিয়াউর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে নবাগত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তানজিম বলেন, আমরা যারা সরকারি চাকরি করি আমরা জনগণের সেবক আমাদের চাকরি বদলি জনিত। আমরা যেখানেই থাকি না কেন আমরা সবসময় চেষ্টা করব সাধারণ জনগণ আমাদের দ্বারা কোন কষ্ট না পায়।
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ 











