সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে ৩ জনকে আটকের দাবি

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি বর্বরতা এবং ভারতে ইসলাম ধর্ম ও রসুলুল্লাহ (স.)-কে নিয়ে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ থেকে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।

জানা গেছে, ইসলামী আন্দোলনের এই বিক্ষোভ মিছিল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।

আটককৃতরা জানিয়েছে, তারা মোহাম্মদপুর থেকে মোট পাঁচজন মিছিলে এসেছিলেন। তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন।

হাতে কালো পতাকা কেন- জানতে চাইলে তারা বলেন, কালো পতাকায় কি সমস্যা আমরা জানি না। পতাকায় শুধুমাত্র কালিমা লেখা ছিল।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আটক নয়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

সুত্রঃইত্তেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে ৩ জনকে আটকের দাবি

Update Time : ০৮:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি বর্বরতা এবং ভারতে ইসলাম ধর্ম ও রসুলুল্লাহ (স.)-কে নিয়ে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ থেকে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।

জানা গেছে, ইসলামী আন্দোলনের এই বিক্ষোভ মিছিল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।

আটককৃতরা জানিয়েছে, তারা মোহাম্মদপুর থেকে মোট পাঁচজন মিছিলে এসেছিলেন। তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন।

হাতে কালো পতাকা কেন- জানতে চাইলে তারা বলেন, কালো পতাকায় কি সমস্যা আমরা জানি না। পতাকায় শুধুমাত্র কালিমা লেখা ছিল।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আটক নয়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

সুত্রঃইত্তেফাক