বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিসুর রহমান নাদিম, সাবেক ছাত্রদল নেতা নাহিদুজ্জামান নিশাত, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, যুগ্ম সম্পাদক খন্দকার আল আমিন, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক শামীম আহমেদ পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, পলাশবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন মন্ডল, পৌর আহবায়ক শামীম রেজা, গোবিন্দগঞ্জ থানার আলম মিয়া, সাঘাটা থানা উজ্জল হক, সুন্দরগঞ্জ থানার গোলাম আজম প্রমুখ।
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 











