গাইবান্ধায় জন সাধারন ও বিভিন্ন শ্রেনির পেশার মানুষের মাঝে তৃষ্ণা নিবারনের জন্য সরবত বিতরন করেন লাল সবুজ সোসাইটি নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। উক্ত সরবত বিতরন কার্যক্রমটি গাইবান্ধার প্রান কেন্দ্র গাইবান্ধা পৌর পার্ক ও ডিবি রোডে অনুষ্ঠিত হয়।
সরবত পেয়ে আমেনা(৭০) নামে এক বৃ্দ্ধা মহিলা বলেন,বাবা এই গরমে কোথায় শান্তি নাই,ঠান্ডা সরবত ও কিনে খাইতে পাম না, তোমার ঘরে এই সরবত খায়া মুই যে কি শান্তি পালুম।ভিতরটা ঠান্ডা হয়ে গেলো।এরকম আরও একজন রিক্সাচালক বলেন বাবা এই গরমে গাড়ি চালাতে খুব পানির পিপাসা লাগছিলো,তোমাদের এই ঠান্ডা সরবত খেয়ে খুব ভালো লাগলো।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিমের সদস্য মো:লিংকন আহমেদ,জাহাঙ্গীর আলম,মোনারুল ইসলাম, সাগর,নাহিদ,লিন্তা,রিয়া,মিলি,সুমাইয়া,সাদিয়া,জেলি সহ আরও অনেকে।এ সময় তারা বলেন এই প্রচন্ড রোদ গরমে তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবারনের প্রচেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি।এরকম কার্যক্রম চলমান থাকবে।
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 











