সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অর্থ সচিবের নিকট ১০ দফা দাবি ক্যাডার বহির্ভূত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের

প্রতিষ্ঠাতা মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব,সিনিয়র সহকারী সচিব ও উপসচিব এবং প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা এসোসিয়েশনের ১০ দফা দাবি নিয়ে সকালে বাংলাদেশ সচিবালয়ের নেতৃবৃন্দদের সাথে অর্থ সচিবের এক আলোচনা অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দদের আলোচনা ধৈর্য সহকারে অর্থ সচিব শোনেন। তিনি বলেন, কিছু দাবি অচিরেই বাস্তবায়ন করা হবে।
এছাড়া ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করে অতি সত্বর কার্যক্রম গ্রহণ করবেন মর্মে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন নাজমুল হক,আব্দুল মোতালেব মোঃ হান্নান সরদার,মোঃ সালাহউদ্দীন গাজীউর রহমান মোঃ জসিম, আফছার হোসেন, মাজহারুল হক, আব্দুল হাই হাবিব, মোফাজ্জেল হোসেন,শামীম হোসেন, হাবিবুর রহমান, মোঃ বুলবুল আহমেদ জাহেদা খাতুন ও মাহে আলমসহ অন্যান্যরা।

বক্তরা ১০টি দাবি তুলে ধরেন অর্থ সচিবের নিকট।
(১) পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ;(২) সচিবালয় নিয়োগ বিধি মোতাবেক সহকারী সচিব পদে চাকরি ৫ বছর পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর পূর্তিতে উপসচিব পদে পদোন্নতি প্রহান;(৩) চাকরিচ্যুত কর্মকর্তা /কর্মচারীদের চাকরিতে পুন: বহাল; (৪) সহকারী সচিব পদে পদোন্নতিপাওয়ার পর ৭৫% টাকার সুবিধা ও পে ফিক্সেশন বেনিফিট পূর্বের ন্যায় পুন: বহাল ;(৫) জাতীয় পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে ;(৬) প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদেরকে উপ সহকারী সচিব পদ নাম প্রদান পূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদে উন্নীতকরন ;(৭) পেনশন ১০০% এবং পেনশন গ্র্যাচ্যুইটি ১.৫০০/- টাকা নির্ধারণ ; (৮) পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূন:বহাল করতে হবে;(৯) বেতন গ্রেড ২০ ভাগের পরিবর্তে ১০ ভাগে নির্ধারণ ও (১০) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়েট ন্যায় সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মরারীদের ২০% সচিবালয় ভাতা প্রদান করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

অর্থ সচিবের নিকট ১০ দফা দাবি ক্যাডার বহির্ভূত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের

Update Time : ০১:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

প্রতিষ্ঠাতা মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব,সিনিয়র সহকারী সচিব ও উপসচিব এবং প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা এসোসিয়েশনের ১০ দফা দাবি নিয়ে সকালে বাংলাদেশ সচিবালয়ের নেতৃবৃন্দদের সাথে অর্থ সচিবের এক আলোচনা অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দদের আলোচনা ধৈর্য সহকারে অর্থ সচিব শোনেন। তিনি বলেন, কিছু দাবি অচিরেই বাস্তবায়ন করা হবে।
এছাড়া ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করে অতি সত্বর কার্যক্রম গ্রহণ করবেন মর্মে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন নাজমুল হক,আব্দুল মোতালেব মোঃ হান্নান সরদার,মোঃ সালাহউদ্দীন গাজীউর রহমান মোঃ জসিম, আফছার হোসেন, মাজহারুল হক, আব্দুল হাই হাবিব, মোফাজ্জেল হোসেন,শামীম হোসেন, হাবিবুর রহমান, মোঃ বুলবুল আহমেদ জাহেদা খাতুন ও মাহে আলমসহ অন্যান্যরা।

বক্তরা ১০টি দাবি তুলে ধরেন অর্থ সচিবের নিকট।
(১) পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ;(২) সচিবালয় নিয়োগ বিধি মোতাবেক সহকারী সচিব পদে চাকরি ৫ বছর পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর পূর্তিতে উপসচিব পদে পদোন্নতি প্রহান;(৩) চাকরিচ্যুত কর্মকর্তা /কর্মচারীদের চাকরিতে পুন: বহাল; (৪) সহকারী সচিব পদে পদোন্নতিপাওয়ার পর ৭৫% টাকার সুবিধা ও পে ফিক্সেশন বেনিফিট পূর্বের ন্যায় পুন: বহাল ;(৫) জাতীয় পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে ;(৬) প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদেরকে উপ সহকারী সচিব পদ নাম প্রদান পূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদে উন্নীতকরন ;(৭) পেনশন ১০০% এবং পেনশন গ্র্যাচ্যুইটি ১.৫০০/- টাকা নির্ধারণ ; (৮) পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূন:বহাল করতে হবে;(৯) বেতন গ্রেড ২০ ভাগের পরিবর্তে ১০ ভাগে নির্ধারণ ও (১০) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়েট ন্যায় সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মরারীদের ২০% সচিবালয় ভাতা প্রদান করতে হবে।