উৎসবমূখর পরিবেশে গাইবান্ধার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাদুল্লাপুর শিশু উদ্যানের প্লে থেকে ৫ম শ্রেনীর ২০২৪ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা সহরে সাদুল্লাপুর শিশু উদ্যানের নিজস্ব ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন এলাকার ভর্তি-ইচ্ছুক কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।
পরীক্ষা পরিদর্শন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী মো: সামসুজ্জোহা সরকার।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো: আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক হীরেন্দ্রনাথ সরকার প্রমূখ।
এছাড়াও সকল শ্রেনি শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠিত স্কুলটি পাঠদানে অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষা ও সংস্কৃতিতে শ্রেষ্ঠ অবদানের কারণে উপজেলায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
এবছর স্কুলের প্লে থেকে ৫ম শ্রেণীর প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি
সামসুজ্জোহা সরকার বলেন,
সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, সচেতন অভিভাবকদের বিশ্বাস, ভালোবাসা ও সার্বিক সহায়তায় সাদুল্লাপুর শিশু উদ্যান শ্রেষ্ঠাংশে জায়গা করে নিয়েছে।
যে কারণে সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি করার কথা থাকলেও আজ বিপুল পরিমাণ ছাত্র ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
প্রধান শিক্ষক হীরেন্দ্রনাথ সরকার বলেন, সকলের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। সকলের সহযোগিতায় আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 











