সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ হত্যায় পলাশবাড়ী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহ গ্রেপ্তার ২

ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে আমিরুল ইসলাম ওরফে পারভেজ (৩২) নামে এক পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে পলাশবাড়ী ও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা এবং ঢাকার মো. সুলতান।
আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন।

নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ ও টাঙ্গাইলের মাঝামাঝি এলাকা নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রামে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার দুজন সরাসরি হত্যায় অংশ নেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে বিএনপির নেতা-কর্মীদের সাথে সংঘর্ষকালে ফকিরাপুলের বক্সকালভার্ট রোড এলাকায় কনস্টেবল আমিরুল মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

পুলিশ হত্যায় পলাশবাড়ী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহ গ্রেপ্তার ২

Update Time : ০৪:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে আমিরুল ইসলাম ওরফে পারভেজ (৩২) নামে এক পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে পলাশবাড়ী ও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা এবং ঢাকার মো. সুলতান।
আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন।

নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ ও টাঙ্গাইলের মাঝামাঝি এলাকা নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রামে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার দুজন সরাসরি হত্যায় অংশ নেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে বিএনপির নেতা-কর্মীদের সাথে সংঘর্ষকালে ফকিরাপুলের বক্সকালভার্ট রোড এলাকায় কনস্টেবল আমিরুল মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।