সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রিক্সাওয়ালাদের মাঝে ছাতা বিতরণ শেয়ার দ্যা প্রিভিলেজ ফাউন্ডেশন’র

“মাথার ছাতা”শিরোনামে রিক্সাওয়ালাদের মাঝে ছাতা বিতরণ করেছে শেয়ার দ্যা প্রিভিলেজ ফাউন্ডেশন।

 

বর্তমান আবহাওয়ার প্রেক্ষাপটে,সংগ্রামী রিকশাচালকদের সংগ্রামের সাথী হতে গেলো শনিবার (২৯ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে “প্রজেক্ট মাথার ছাতা” আয়োজন করেছিলেন শেয়ার দ্যা প্রিভিলেজ ফাউন্ডেশন।

বিগত কয়েক সপ্তাহের তাপদাহ এবং তুমুল বৃষ্টিপাতে আমাদের সকলের শত অজুহাত থাকলেও এই কঠিন সময়ে সেবা প্রদান করা থামাননি রিক্সাচালকরা। তারা এই তীব্র রোদ এবং অঝোর বৃষ্টি থাকা সত্বেও, কঠিন এক জীবন সংগ্রামের মাঝেও আমাদের জীবনগুলোকে একটু সহজ করার দৃঢ় প্রতিজ্ঞার ফলে, প্রতিনিয়তই আমাদের পাশে থেকেছেন।

তাদের এই কঠোর পরিশ্রমকে সমর্থন করে, ছাত্র-নেতৃত্বে নন প্রফিট সংস্থা “শেয়ার দা প্রিভিলেজ ফাউন্ডেশন” আয়োজন করেছেন প্রজেক্ট “মাথার ছাতা”।

রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির উদ্যোগে সিদ্ধান্ত নেয়া হয় এলাকার রিকশা চালকদের মধ্যে কিছু সংখক “হেড আমব্রেলা” বিতরণ করবেন। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এত সংখক হেড আমব্রেলা” আদৌ সাফল্যের সাথে রিকশা চালকদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন কিনা তা নিয়ে দ্বিধাবোধ করলেও,তারা মাত্র ৩০ মিনিটের মধ্যেই ১০০ টি ছাতা বিতরণ করতে সক্ষম হন। অদম্য উৎসাহ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চালকদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারেন তারা।

প্রজেক্ট “মাথার ছাতা” রিকশা চালকদের অসামান্য অবদানের কিছু ঋণ পরিশোধ করা হলেও, তাদের মুখের হাসিটা ছিল প্রজেক্টের আসল সাফল্য। দলের এই সাফল্য, তাদের মধ্যে আরো বৃহৎভাবে সমাজসেবার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগিয়ে তুলছে এবং পরবর্তীতে আরো বৃহৎ পরিসরে এই প্রজেক্ট বাস্তবায়নের আকাঙ্খা তৈরি করবে। এই প্রজেক্টের সফলতা কেবল সংখ্যার মধ্যে থেমে থাকেনি, একে অপরের মুখের হাসির মাধ্যমে ছড়িয়ে পড়েছে সর্বত্রে। কৃতজ্ঞতার এই হাসি আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে শেয়ার দ্যা প্রিভিলেজ নিয়ে এসেছে “মাথার ছাতা।

মাথার ছাতার এই দ্বিতীয় পর্বে উৎসাহ এবং নিষ্ঠার সাথে আরো অসংখ্য রিকশাচালকদের মুখে হাসি ফোটাতে ছাতা বিতরণ কাজ করবেন আগামী ১১ই আগস্ট ২০২৩, রাজধানীর ধানমন্ডি,১৯ নম্বর মধুবাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

রিক্সাওয়ালাদের মাঝে ছাতা বিতরণ শেয়ার দ্যা প্রিভিলেজ ফাউন্ডেশন’র

Update Time : ১২:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

“মাথার ছাতা”শিরোনামে রিক্সাওয়ালাদের মাঝে ছাতা বিতরণ করেছে শেয়ার দ্যা প্রিভিলেজ ফাউন্ডেশন।

 

বর্তমান আবহাওয়ার প্রেক্ষাপটে,সংগ্রামী রিকশাচালকদের সংগ্রামের সাথী হতে গেলো শনিবার (২৯ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে “প্রজেক্ট মাথার ছাতা” আয়োজন করেছিলেন শেয়ার দ্যা প্রিভিলেজ ফাউন্ডেশন।

বিগত কয়েক সপ্তাহের তাপদাহ এবং তুমুল বৃষ্টিপাতে আমাদের সকলের শত অজুহাত থাকলেও এই কঠিন সময়ে সেবা প্রদান করা থামাননি রিক্সাচালকরা। তারা এই তীব্র রোদ এবং অঝোর বৃষ্টি থাকা সত্বেও, কঠিন এক জীবন সংগ্রামের মাঝেও আমাদের জীবনগুলোকে একটু সহজ করার দৃঢ় প্রতিজ্ঞার ফলে, প্রতিনিয়তই আমাদের পাশে থেকেছেন।

তাদের এই কঠোর পরিশ্রমকে সমর্থন করে, ছাত্র-নেতৃত্বে নন প্রফিট সংস্থা “শেয়ার দা প্রিভিলেজ ফাউন্ডেশন” আয়োজন করেছেন প্রজেক্ট “মাথার ছাতা”।

রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির উদ্যোগে সিদ্ধান্ত নেয়া হয় এলাকার রিকশা চালকদের মধ্যে কিছু সংখক “হেড আমব্রেলা” বিতরণ করবেন। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এত সংখক হেড আমব্রেলা” আদৌ সাফল্যের সাথে রিকশা চালকদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন কিনা তা নিয়ে দ্বিধাবোধ করলেও,তারা মাত্র ৩০ মিনিটের মধ্যেই ১০০ টি ছাতা বিতরণ করতে সক্ষম হন। অদম্য উৎসাহ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চালকদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারেন তারা।

প্রজেক্ট “মাথার ছাতা” রিকশা চালকদের অসামান্য অবদানের কিছু ঋণ পরিশোধ করা হলেও, তাদের মুখের হাসিটা ছিল প্রজেক্টের আসল সাফল্য। দলের এই সাফল্য, তাদের মধ্যে আরো বৃহৎভাবে সমাজসেবার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগিয়ে তুলছে এবং পরবর্তীতে আরো বৃহৎ পরিসরে এই প্রজেক্ট বাস্তবায়নের আকাঙ্খা তৈরি করবে। এই প্রজেক্টের সফলতা কেবল সংখ্যার মধ্যে থেমে থাকেনি, একে অপরের মুখের হাসির মাধ্যমে ছড়িয়ে পড়েছে সর্বত্রে। কৃতজ্ঞতার এই হাসি আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে শেয়ার দ্যা প্রিভিলেজ নিয়ে এসেছে “মাথার ছাতা।

মাথার ছাতার এই দ্বিতীয় পর্বে উৎসাহ এবং নিষ্ঠার সাথে আরো অসংখ্য রিকশাচালকদের মুখে হাসি ফোটাতে ছাতা বিতরণ কাজ করবেন আগামী ১১ই আগস্ট ২০২৩, রাজধানীর ধানমন্ডি,১৯ নম্বর মধুবাজার।