বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ৩৩ গাইবান্ধা-০৫ আসনে সাত বারের নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম অ্যাডঃ ফজলে রাব্বি মিয়া এমপি’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু মুরালে এ স্বরনসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় ।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও মরহুম ডেপুটি স্পিকারের কন্যা ফারজানা রাব্বি বুবলির আয়োজনে ও বাংলাদেশ আওয়ামী লীগ ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি জি এম সেলিম পারভেজ এর সভাপতিত্বে,স্মরণসভায় ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ,সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনগণ স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে মরহুমের জীবনী সম্পর্কে আলোকপাত করা হয়।পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য গত (২২জুলাই ২২ইং)তারিখে মরন ব্যাধি ক্যন্সার রোগে আক্রান্ত হয়ে আমেরিকার মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার সাত বারের নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম অ্যাডঃ ফজলে রাব্বি মিয়া এমপি।
স্টাফ রিপোর্টারঃ 











