সফল রাষ্ট্রনায়ক,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মথরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলজ গাছ রোপন করেন সাঘাটা উপজেলার কৃতিসন্তান গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপপ্রচারও প্রকাশনা সম্পাদক মোছাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা।
সোমবার(১০ জুলাই) সকালে মথরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।
এ বৃক্ষ রোপন কর্মসূচিতে বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক ও ছাত্রীদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর পরিবেশে তিনি নিজ হাতে বৃষ্টি ভেজা মাটিতে একটি লিচু গাছের চারা রোপণ করেন।
বৃক্ষ রোপন কর্মসূচিতে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বৃক্ষ রোপণে উৎসাহিত করে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য গুরুত্বারোপ করে উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা বলেন,কোথাও যেন কোন জায়গা খালি না থাকে।সুতরাং বেশি বেশি ফলজ,বনজ ও ঔষুধি গাছ লাগান।
এসময় আরো বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন জীবন,অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
জনাব এইচ এম জাহিদ।

পরে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা উপহার হিসেবে প্রদান করা হয়।
বিশেষ প্রতিনিধিঃ 











