সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে সড়ক সঠিকভাবে সংস্কার ও নিরাপদের দাবি শিক্ষার্থীদের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো সঠিকভাবে সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার সুন্দরগঞ্জ-রংপুর সড়কের সোনারায় ইউনিয়নের ছাইনতানতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ইচ্ছা’ নামের শিক্ষার্থীদের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত সরকার, সংগঠক আমিনুল ইসলাম, সংগঠক শাহীন মিয়া, লেখক ও সংগঠক আল আমিন মোহ, সংগঠক বকুল মিয়া, শিক্ষার্থী রুবাই আখতার রাফি, জাহাঙ্গীর আলম, তাজরুল ইসলাম, রবিন, নাফিম প্রামাণিক, আরিফ ইসলাম, রুশান, অন্তর, অর্ক প্রমুখ। এসময় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো সঠিকভাবে সংস্কারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তরা বলেন, সুন্দরগঞ্জ উপজেলার বর্তমানে সংস্কারকৃত রাস্তাগুলো যাতায়াতে অনিরাপদ, বিড়ম্বনার ও অস্বস্তির। এসব সড়ক দিয়ে ঠিক মতো হেটে যাওয়া দুস্কর, সাইকেল কিংবা যে কোনো যানবাহনে যাতায়াতও কষ্টসাধ্য। শুধু তাই নয় সম্প্রতি সময়ে এসব সড়কে চাকা পাম্সার ও দূর্ঘটনাও বেড়ে গেছে বহুগুণ। সড়কগুলো পরিপূর্ণ সংস্করণ না করায় এরূপ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত সময়ে পুণরায় সড়কগুলো সঠিকভাবে সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

সুন্দরগঞ্জে সড়ক সঠিকভাবে সংস্কার ও নিরাপদের দাবি শিক্ষার্থীদের

Update Time : ০৫:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো সঠিকভাবে সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার সুন্দরগঞ্জ-রংপুর সড়কের সোনারায় ইউনিয়নের ছাইনতানতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ইচ্ছা’ নামের শিক্ষার্থীদের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত সরকার, সংগঠক আমিনুল ইসলাম, সংগঠক শাহীন মিয়া, লেখক ও সংগঠক আল আমিন মোহ, সংগঠক বকুল মিয়া, শিক্ষার্থী রুবাই আখতার রাফি, জাহাঙ্গীর আলম, তাজরুল ইসলাম, রবিন, নাফিম প্রামাণিক, আরিফ ইসলাম, রুশান, অন্তর, অর্ক প্রমুখ। এসময় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো সঠিকভাবে সংস্কারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তরা বলেন, সুন্দরগঞ্জ উপজেলার বর্তমানে সংস্কারকৃত রাস্তাগুলো যাতায়াতে অনিরাপদ, বিড়ম্বনার ও অস্বস্তির। এসব সড়ক দিয়ে ঠিক মতো হেটে যাওয়া দুস্কর, সাইকেল কিংবা যে কোনো যানবাহনে যাতায়াতও কষ্টসাধ্য। শুধু তাই নয় সম্প্রতি সময়ে এসব সড়কে চাকা পাম্সার ও দূর্ঘটনাও বেড়ে গেছে বহুগুণ। সড়কগুলো পরিপূর্ণ সংস্করণ না করায় এরূপ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত সময়ে পুণরায় সড়কগুলো সঠিকভাবে সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা।