সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় একইসাথে দুই কলেজ ছাত্রী নিখোঁজ

গাইবান্ধা শহরের একটি মেস থেকে গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে যাবার পথে নিখোঁজ হয় এ দুই কলেজ ছাত্রী। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে তারা নিখোঁজ রয়েছে।

নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় জিডি করা হলেও সোমবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত পুলিশ তাঁদের কোনো সন্ধান পায়নি।

নিখোঁজ দুই ছাত্রীর একজন রিফাত জান্নাত,পিতা রউফ মন্ডল ও অপর জন লাবিবা খাতুন পিতা আব্দুল লতিফ সরকার।তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দাইল গ্রামে। দুজনই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জান্নাত গাইবান্ধা সরকারি কলেজে এবং লাবিবা সরকারি মহিলা কলেজে পড়াশুনা করেন। একই এলাকার হওয়ায় তারা একসাথে গাইবান্ধা শহরের পলাশ পাড়ার ‘ছালমা মঞ্জিল’ নামের মেসে থাকতেন।

পারিবারিক সুত্রে জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একসাথে মেস থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে রওনা হন। কিন্তু দীর্ঘসময় পরও বাড়ি পৌঁছাননি। এরপর তাঁদের মোবাইলে যোগাযোগ করা হলে দুজনেরই মোবাইল বন্ধ পাওয়া যায়।

লাবিবা খাতুনের বাবা আব্দুল লতিফ সরকার বলেন, ‘মেয়ে দুজনের কোনো খোঁজ না পাওয়ায় বাড়িতে কান্নাকাটি চলছে। আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না।’

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় দুটি পৃথক জিডি করা হয়েছে। তাদের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

গাইবান্ধায় একইসাথে দুই কলেজ ছাত্রী নিখোঁজ

Update Time : ১২:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

গাইবান্ধা শহরের একটি মেস থেকে গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে যাবার পথে নিখোঁজ হয় এ দুই কলেজ ছাত্রী। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে তারা নিখোঁজ রয়েছে।

নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় জিডি করা হলেও সোমবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত পুলিশ তাঁদের কোনো সন্ধান পায়নি।

নিখোঁজ দুই ছাত্রীর একজন রিফাত জান্নাত,পিতা রউফ মন্ডল ও অপর জন লাবিবা খাতুন পিতা আব্দুল লতিফ সরকার।তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দাইল গ্রামে। দুজনই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জান্নাত গাইবান্ধা সরকারি কলেজে এবং লাবিবা সরকারি মহিলা কলেজে পড়াশুনা করেন। একই এলাকার হওয়ায় তারা একসাথে গাইবান্ধা শহরের পলাশ পাড়ার ‘ছালমা মঞ্জিল’ নামের মেসে থাকতেন।

পারিবারিক সুত্রে জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একসাথে মেস থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে রওনা হন। কিন্তু দীর্ঘসময় পরও বাড়ি পৌঁছাননি। এরপর তাঁদের মোবাইলে যোগাযোগ করা হলে দুজনেরই মোবাইল বন্ধ পাওয়া যায়।

লাবিবা খাতুনের বাবা আব্দুল লতিফ সরকার বলেন, ‘মেয়ে দুজনের কোনো খোঁজ না পাওয়ায় বাড়িতে কান্নাকাটি চলছে। আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না।’

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় দুটি পৃথক জিডি করা হয়েছে। তাদের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।