সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় নিখোঁজ শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ হওয়ার নয়দিন পর ধান ক্ষেত থেকে নাইম মিয়া (৬) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাইম ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের আনিছুর রহমানের ছেলে।

থানা পুলিশ ও নিহত শিশুর পরিবার জানান, গত ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি নাইম।

পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে গত ৫ নভেম্বর রাতে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার দুপুরে ফোরকানিয়া গ্রামের জনৈক আব্দুল মান্নানের ধান ক্ষেতে একটি গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি নাঈমের বলে শনাক্ত করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন,মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিক সুরতহালে হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

গাইবান্ধায় নিখোঁজ শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Update Time : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ হওয়ার নয়দিন পর ধান ক্ষেত থেকে নাইম মিয়া (৬) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাইম ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের আনিছুর রহমানের ছেলে।

থানা পুলিশ ও নিহত শিশুর পরিবার জানান, গত ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি নাইম।

পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে গত ৫ নভেম্বর রাতে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার দুপুরে ফোরকানিয়া গ্রামের জনৈক আব্দুল মান্নানের ধান ক্ষেতে একটি গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি নাঈমের বলে শনাক্ত করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন,মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিক সুরতহালে হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।