সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটা মেলান্দহ সেতুর সংযোগ সড়কে ধস

 

গাইবান্ধা সাঘাটা উপজেলার মেলান্দহ সেতুর সংযোগ সড়কে ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা।

সাঘাটা উপজেলায় বাঙ্গালী নদীর ওপর নির্মিত মেলান্দহ সেতুর দু’পাড়ে সংযোগ সড়ক ধসে যাচ্ছে। জরুরী ভিত্তিতে সংস্কার করা না হলে যেকোনো মুহুর্তে প্রবল বৃষ্টি হলেই সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে ।

গাইবান্ধার সাঘাটা,বোনারপাড়া,জুমারবাড়ী-সোনাতলা সড়কে বাঙ্গালী নদীর ওপর সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে মেলান্দহ সেতু নির্মাণ করা হয়। নদীর গতিপথ অনুযায়ী পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। ১৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২৬০ মিটার, অপরটি ৩১ মিটার দৈর্ঘ্য ও ৯.৫০মিটার প্রস্থ এবং ৩৬.৬০ মিটার ওয়েল ও পাইল ফাউন্ডেশন পিসি গার্ডার পাশাপাশি দুটি। সেতুটি সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ঢাকার এক ঠিকাদার নির্মাণ কাজ সম্পন্ন করেন।

নির্মিত সেতুটি ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়।সেতুর দু’পাড়েযোগ সড়ক পাকাকরণ কাজ নিম্মমানের হওয়ায় বারংবার বৃষ্টি হলেই দু’পাড়ে সংযোগসড়ক ধসে গভীর গর্তের সৃষ্টি হয়।

সেতু কর্তৃপক্ষ বারবার বালুমাটি দিয়ে গর্ত ভরাট করলেও তা টেকসই এবং স্থায়ী না হওয়ায় আবারো প্রবল বৃষ্টির পানির তোরে ধসে যায়। কয়েক দিন আগেই সেতু ঘেষে পূর্বপাড়ে সড়কের দু’পাশের গভীর গর্ত বালুমাটি দিয়ে কোনরকমে ভরাট করা হয়েছে। এর আগে পশ্চিম পাড়েও সংযোগ সড়ক কয়েক দফা ধসে গেলে অনুরূপভাবে বালুমাটি দিয়ে ভরাট করা হয়েছিলো। এবার বৃষ্টির পানির তোরে আবারো সেখানে ধসে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, সেতুর সংযোগ সড়ক বৃষ্টির কারণে ধসে যাচ্ছে। দ্রুত স্থায়ীভাবে সংস্কার করা না হলে যে কোনো মুহুর্তে সড়ক ধসে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হতে পারে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ আক্তার সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এবছরই টেকসই সংস্কার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

সাঘাটা মেলান্দহ সেতুর সংযোগ সড়কে ধস

Update Time : ০৯:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

 

গাইবান্ধা সাঘাটা উপজেলার মেলান্দহ সেতুর সংযোগ সড়কে ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা।

সাঘাটা উপজেলায় বাঙ্গালী নদীর ওপর নির্মিত মেলান্দহ সেতুর দু’পাড়ে সংযোগ সড়ক ধসে যাচ্ছে। জরুরী ভিত্তিতে সংস্কার করা না হলে যেকোনো মুহুর্তে প্রবল বৃষ্টি হলেই সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে ।

গাইবান্ধার সাঘাটা,বোনারপাড়া,জুমারবাড়ী-সোনাতলা সড়কে বাঙ্গালী নদীর ওপর সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে মেলান্দহ সেতু নির্মাণ করা হয়। নদীর গতিপথ অনুযায়ী পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। ১৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২৬০ মিটার, অপরটি ৩১ মিটার দৈর্ঘ্য ও ৯.৫০মিটার প্রস্থ এবং ৩৬.৬০ মিটার ওয়েল ও পাইল ফাউন্ডেশন পিসি গার্ডার পাশাপাশি দুটি। সেতুটি সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ঢাকার এক ঠিকাদার নির্মাণ কাজ সম্পন্ন করেন।

নির্মিত সেতুটি ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়।সেতুর দু’পাড়েযোগ সড়ক পাকাকরণ কাজ নিম্মমানের হওয়ায় বারংবার বৃষ্টি হলেই দু’পাড়ে সংযোগসড়ক ধসে গভীর গর্তের সৃষ্টি হয়।

সেতু কর্তৃপক্ষ বারবার বালুমাটি দিয়ে গর্ত ভরাট করলেও তা টেকসই এবং স্থায়ী না হওয়ায় আবারো প্রবল বৃষ্টির পানির তোরে ধসে যায়। কয়েক দিন আগেই সেতু ঘেষে পূর্বপাড়ে সড়কের দু’পাশের গভীর গর্ত বালুমাটি দিয়ে কোনরকমে ভরাট করা হয়েছে। এর আগে পশ্চিম পাড়েও সংযোগ সড়ক কয়েক দফা ধসে গেলে অনুরূপভাবে বালুমাটি দিয়ে ভরাট করা হয়েছিলো। এবার বৃষ্টির পানির তোরে আবারো সেখানে ধসে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, সেতুর সংযোগ সড়ক বৃষ্টির কারণে ধসে যাচ্ছে। দ্রুত স্থায়ীভাবে সংস্কার করা না হলে যে কোনো মুহুর্তে সড়ক ধসে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হতে পারে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ আক্তার সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এবছরই টেকসই সংস্কার করা হবে।