শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা সেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা শহরের ডিবি রোডে অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা সেলের আহ্বায়ক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ। উপস্থিতদের মধ্যে ছিলেন আহ্বায়ক শামসুজ্জোহা মিঞা, দায়িত্বশীল ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আবু খালিদ বিপ্লব এবং শেলী রওশন আরা প্রমুখ।
এ সময় অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই প্রতিবছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্টাফ রিপোর্টর: 

















