মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো ‘খেলার জগৎ আনন্দ আয়োজন–২০২৫’

গাইবান্ধায় শিশুদের আনন্দমুখর পরিবেশে খেলাধুলা ও শেখার সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে ‘খেলার জগৎ আনন্দ আয়োজন–২০২৫’। এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর ) সকালে গাইবান্ধা সদর উপজেলার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্ণণ কুমার দাশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. আরশাদ, সোনালী সরকার এবং গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

অনুষ্ঠানের আয়োজন করে অ্যাডভোকেসি ফর প্লে, আর্লি লার্নিং অ্যান্ড সোশিও-ইমোশনাল ডেভেলোপমেন্ট ইন বাংলাদেশ। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইন্সটিটিউট।

আয়োজকরা জানান, বর্তমানে বাংলাদেশে ৮ হাজার ২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। এর মধ্যে গাইবান্ধা জেলায় ১২১টি বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এছাড়া গাইবান্ধা জেলার তিনটি উপজেলায় মোট ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘খেলার জগৎ’ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমে মূলত চার বছরের বেশি ও পাঁচ বছরের কম বয়সী শিশুরা অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মোশারফ হোসেন, ব্র্যাক ডিস্টিক কোঅর্ডিনেটর, ব্র্যাক শিক্ষা কর্মসূচি পরিচালিত খেলার জগৎ কার্যক্রমের জেলা ব্যবস্থাপক নাজমুল করিম শিমুল, খেলার জগৎ কার্যক্রমে যুক্ত ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন প্রধান শিক্ষক, শিখন প্রক্রিয়ায় যুক্ত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন তারিকুল আলম, কর্মসূচি সংগঠক, ব্র্যাক শিক্ষা কর্মসূচি,গাইবান্ধা সদর । শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, খেলাধুলা, সৃজনশীল শেখা ও নানা আনন্দঘন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা সেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো ‘খেলার জগৎ আনন্দ আয়োজন–২০২৫’

Update Time : ০৬:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধায় শিশুদের আনন্দমুখর পরিবেশে খেলাধুলা ও শেখার সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে ‘খেলার জগৎ আনন্দ আয়োজন–২০২৫’। এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর ) সকালে গাইবান্ধা সদর উপজেলার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্ণণ কুমার দাশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. আরশাদ, সোনালী সরকার এবং গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

অনুষ্ঠানের আয়োজন করে অ্যাডভোকেসি ফর প্লে, আর্লি লার্নিং অ্যান্ড সোশিও-ইমোশনাল ডেভেলোপমেন্ট ইন বাংলাদেশ। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইন্সটিটিউট।

আয়োজকরা জানান, বর্তমানে বাংলাদেশে ৮ হাজার ২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। এর মধ্যে গাইবান্ধা জেলায় ১২১টি বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এছাড়া গাইবান্ধা জেলার তিনটি উপজেলায় মোট ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘খেলার জগৎ’ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমে মূলত চার বছরের বেশি ও পাঁচ বছরের কম বয়সী শিশুরা অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মোশারফ হোসেন, ব্র্যাক ডিস্টিক কোঅর্ডিনেটর, ব্র্যাক শিক্ষা কর্মসূচি পরিচালিত খেলার জগৎ কার্যক্রমের জেলা ব্যবস্থাপক নাজমুল করিম শিমুল, খেলার জগৎ কার্যক্রমে যুক্ত ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন প্রধান শিক্ষক, শিখন প্রক্রিয়ায় যুক্ত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন তারিকুল আলম, কর্মসূচি সংগঠক, ব্র্যাক শিক্ষা কর্মসূচি,গাইবান্ধা সদর । শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, খেলাধুলা, সৃজনশীল শেখা ও নানা আনন্দঘন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।