বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়ির চরাঞ্চলে গ্রামীণ নারী দিবসউপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলীয় ফুলছড়ি ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চর এলাকার কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে র‌্যালীতে অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সদস্য আমিতন বেগমের সভাপতিত্বে ও সিআরইএ প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন এর পরিচালনায় অনুষ্ঠানে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘জলবায়ু অভিযোজনে গ্রামীণ নারী’ তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) সদস্য, সহকারী শিক্ষক রওশন আলী, ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ, নারী দলের সভা প্রধান চন্দ্রভানু, হামিদা বেগম, শাহিনুর বেগম। এতে সুশীল সমাজ প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একইভাবে এদিন ফজলুপুর ইউনিয়নে চন্দনস্বরেও দিবসটি উদযাপিত হয়। এতে সভাপতিত্ব করেন, ফজলুপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন গ্রামীণ নারী প্রতিদিন ১৬-১৮ ঘন্টা পারিবারিক ও কৃষি কাজে ব্যস্ত থাকলেও তাদের কাজের কোন মূল্যায়ন করা হয় না। পরিবার, সমাজ এবং সকলের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নারীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেগুলোকে গুরুত্বের সাথে বিবেচনায় নেয়া দরকার।

আরও বলেন, জলবায়ু সহনশীল কৃষি, খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারীর ভুমিকা ও কৃষি সংশ্লিষ্ট অন্যান্য কাজে তাদের অনস্বীকার্য ভুমিকা থাকলেও নারীর এই মূল্যহীন ও অবমূল্যায়িত কাজ বা শ্রম ছাড়া কৃষির উৎপাদন অসম্ভব। তারা গ্রামীণ নারীদের এসকল কাজের গুরুত্ব উপলব্ধি ও স্বীকৃতির মাধ্যমে নারীর ক্ষমতায়নের পথ সুগম করার আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফুলছড়ির চরাঞ্চলে গ্রামীণ নারী দিবসউপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ফুলছড়ির চরাঞ্চলে গ্রামীণ নারী দিবসউপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Update Time : ০৫:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলীয় ফুলছড়ি ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চর এলাকার কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে র‌্যালীতে অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সদস্য আমিতন বেগমের সভাপতিত্বে ও সিআরইএ প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন এর পরিচালনায় অনুষ্ঠানে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘জলবায়ু অভিযোজনে গ্রামীণ নারী’ তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) সদস্য, সহকারী শিক্ষক রওশন আলী, ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ, নারী দলের সভা প্রধান চন্দ্রভানু, হামিদা বেগম, শাহিনুর বেগম। এতে সুশীল সমাজ প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একইভাবে এদিন ফজলুপুর ইউনিয়নে চন্দনস্বরেও দিবসটি উদযাপিত হয়। এতে সভাপতিত্ব করেন, ফজলুপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন গ্রামীণ নারী প্রতিদিন ১৬-১৮ ঘন্টা পারিবারিক ও কৃষি কাজে ব্যস্ত থাকলেও তাদের কাজের কোন মূল্যায়ন করা হয় না। পরিবার, সমাজ এবং সকলের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নারীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেগুলোকে গুরুত্বের সাথে বিবেচনায় নেয়া দরকার।

আরও বলেন, জলবায়ু সহনশীল কৃষি, খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারীর ভুমিকা ও কৃষি সংশ্লিষ্ট অন্যান্য কাজে তাদের অনস্বীকার্য ভুমিকা থাকলেও নারীর এই মূল্যহীন ও অবমূল্যায়িত কাজ বা শ্রম ছাড়া কৃষির উৎপাদন অসম্ভব। তারা গ্রামীণ নারীদের এসকল কাজের গুরুত্ব উপলব্ধি ও স্বীকৃতির মাধ্যমে নারীর ক্ষমতায়নের পথ সুগম করার আহবান জানান।