গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে রংপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন – কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের খাওনার দরগা এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে সুমন রহমান (৪২) এবং একই উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সন্তোষ অভিরামপুর এলাকার বকতার প্রামাণিকের ছেলে সুজন প্রামাণিক (৪০)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় রংপুর থেকে রাজশাহীগামী আতাউল্লাহ পরিবহনের একটি বাসে তল্লাশির সময় সুকৌশলে টলি ব্যাগ ও কাপড়ের ব্যাগের ভিতরে পৃথক দুটি পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭ কেজি করে মোট ১৪ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রীবেশে বাসে থাকা দুই মাদক কারবারিকে আটক করে থানায় নেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাদকসহ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।