গাইবান্ধা জেলা পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতির প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ অক্টোবর) রবিবার জেলার পুলিশ লাইন্স মাঠে জেলায় কর্মরত পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে কনস্টেবল (নায়েক) হতে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে বিভাগীয় পদোন্নতির লক্ষ্যে এ প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

প্যারেড পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা । পুলিশ সুপার পরীক্ষায় অংশগ্রহণকরা অফিসার(ফোর্সদের) শুভেচ্ছা জানানো সহ পরীক্ষার কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা প্রদান করেন ।
এছাড়াও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য সহ গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পরীক্ষা কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।