গাইবান্ধার পলাশবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা জামায়াতের রোকন বৈঠকের সিদ্ধান্তক্রমে উপজেলা জামায়াতের কর্মী আহসান হাবিব হিন্দল-কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার আদেশে বলা হয়, আহসান হাবিব হিন্দল সম্প্রতি জামায়াতে ইসলামীর আদর্শ ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল হয়েছে।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন বলেন,
“সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
সংগঠন সূত্রে জানা গেছে, বহিষ্কারের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। আজ (৫ অক্টোবর ২০২৫) থেকে আহসান হাবিব হিন্দলের কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।