“সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু । এ সময় শিক্ষক আব্দুল ওয়াহেদ, আব্দুস সোবহান সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানো এবং অভিভাবকদের সচেতনতা ছাড়া মানসম্মত শিক্ষা সম্ভব নয়। অভিভাবক-শিক্ষক মিলে কাজ করলে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে।