Dhaka ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখলচেষ্টা: বিক্ষোভ-স্মারকলিপি


গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ স্মৃতি শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের পাঁয়তারা চলছে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসী সাঁওতালরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে নারী-পুরুষরা তীর-ধনুক হাতে দীর্ঘ মিছিল করে উপজেলা সদরে আসেন।

পরে সাঁওতাল-বাঙালি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্থানীয় ভূমিদস্যু আতাউর রহমান সাবুর নেতৃত্বে সহযোগীরা স্কুলে যাওয়া-আসায় শিক্ষার্থীদের বাধা দিচ্ছে। এমনকি শিশুদের মাঠে খেলাধুলাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকি দিচ্ছে। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্মারকলিপিতে ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার, আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ইউএনও অফিস চত্বরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সুফল হেবরম, রাফায়েল হাসদা, গৌর পাহাড়ী, আদ্রিয়াস মুরমু, অলিভিয়া হেবরম, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, শারমিন মারডি, রমেন মারডি ও ব্রিটিশ সরেন প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত ২০ সেপ্টেম্বর জয়পুরপাড়া (বাগদাফার্ম) এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা একই দাবিতে সমাবেশ করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফুলছড়িতে গরীব,অসহায় পরিবারের মাঝে জাতীয় নাগরিক পার্টি’র চাল বিতরণ

গাইবান্ধায় সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখলচেষ্টা: বিক্ষোভ-স্মারকলিপি

Update Time : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ স্মৃতি শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের পাঁয়তারা চলছে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসী সাঁওতালরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে নারী-পুরুষরা তীর-ধনুক হাতে দীর্ঘ মিছিল করে উপজেলা সদরে আসেন।

পরে সাঁওতাল-বাঙালি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্থানীয় ভূমিদস্যু আতাউর রহমান সাবুর নেতৃত্বে সহযোগীরা স্কুলে যাওয়া-আসায় শিক্ষার্থীদের বাধা দিচ্ছে। এমনকি শিশুদের মাঠে খেলাধুলাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকি দিচ্ছে। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্মারকলিপিতে ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার, আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ইউএনও অফিস চত্বরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সুফল হেবরম, রাফায়েল হাসদা, গৌর পাহাড়ী, আদ্রিয়াস মুরমু, অলিভিয়া হেবরম, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, শারমিন মারডি, রমেন মারডি ও ব্রিটিশ সরেন প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত ২০ সেপ্টেম্বর জয়পুরপাড়া (বাগদাফার্ম) এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা একই দাবিতে সমাবেশ করেছিলেন।