Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বালাসীঘাট-বাহাদুরাবাদ ঘাটে সেতু বা টানেল নির্মাণের দাবি

জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত চলাচলকারী মানুষদের। ব্রহ্মপুত্র নদের দু’পাড়ে হাজারো মানুষের বসবাস। প্রতিদিন নদী পাড়ি দিতে নৌকাই একমাত্র ভরসা। তবে বর্ষা মৌসুমে নদীর উত্তাল স্রোত ও ঝুঁকিপূর্ণ যাতায়াত জনজীবনে দুঃখ–কষ্টের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, এ পথে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, শ্রমিক থেকে শুরু করে নানা শ্রেণি–পেশার মানুষ চলাফেরা করেন। অথচ নদী পারাপারের জন্য নিরাপদ অবকাঠামো নেই। প্রায়ই দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। এতে জীবনহানি ও অর্থনৈতিক ক্ষতির ঘটনাও ঘটে থাকে।

এ অঞ্চলের মানুষের দাবি, যদি বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু বা টানেল নির্মাণ করা যায়, তাহলে ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে মুক্তি মিলবে। সেই সঙ্গে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার খুলে যাবে।

স্থানীয় সচেতন মহল বলেন, বহু বছর ধরে এই দাবিটি উত্থাপিত হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নিলে এ অঞ্চলের মানুষ দুঃখ–দুর্দশা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফুলছড়িতে গরীব,অসহায় পরিবারের মাঝে জাতীয় নাগরিক পার্টি’র চাল বিতরণ

বালাসীঘাট-বাহাদুরাবাদ ঘাটে সেতু বা টানেল নির্মাণের দাবি

Update Time : ০৮:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত চলাচলকারী মানুষদের। ব্রহ্মপুত্র নদের দু’পাড়ে হাজারো মানুষের বসবাস। প্রতিদিন নদী পাড়ি দিতে নৌকাই একমাত্র ভরসা। তবে বর্ষা মৌসুমে নদীর উত্তাল স্রোত ও ঝুঁকিপূর্ণ যাতায়াত জনজীবনে দুঃখ–কষ্টের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, এ পথে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, শ্রমিক থেকে শুরু করে নানা শ্রেণি–পেশার মানুষ চলাফেরা করেন। অথচ নদী পারাপারের জন্য নিরাপদ অবকাঠামো নেই। প্রায়ই দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। এতে জীবনহানি ও অর্থনৈতিক ক্ষতির ঘটনাও ঘটে থাকে।

এ অঞ্চলের মানুষের দাবি, যদি বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু বা টানেল নির্মাণ করা যায়, তাহলে ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে মুক্তি মিলবে। সেই সঙ্গে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার খুলে যাবে।

স্থানীয় সচেতন মহল বলেন, বহু বছর ধরে এই দাবিটি উত্থাপিত হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নিলে এ অঞ্চলের মানুষ দুঃখ–দুর্দশা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।