সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদের জমি বিক্রির নামে ১১ লাখ টাকা আত্মসাৎ, কনকরায়য়ে বিক্ষোভ-মানববন্ধন

আল-আকসা জামে মসজিদের জায়গা বিক্রির নামে ১১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গাইবান্ধার কনকরা কলেজ রোড এলাকায় উত্তাল প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।

শুক্রবার সকাল ১১টায়, জুমার নামাজের পূর্বে মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

অভিযোগ অনুযায়ী, কৃষক দলের নেতা রুহুল আমিন (আল-আমিন) এবং যুবলীগ নেতা মোমিন মিয়া মসজিদের জমি বিক্রির প্রলোভন দেখিয়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরে জানা যায়, জমি বিক্রির কোনো বৈধ চুক্তি বা প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, “এটি শুধু অর্থ আত্মসাৎ নয়, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির গভীর ষড়যন্ত্র।” তারা দ্রুত বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বিক্ষুব্ধ জনতা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হুঁশিয়ারি দেন, ন্যায়বিচার না মিললে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

আয়োজনে: আল-আকসা জামে মসজিদের সকল মুসল্লি ও এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গাইবান্ধায় নবাগত ও বিদায়ী পুলিশ সুপারের সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

মসজিদের জমি বিক্রির নামে ১১ লাখ টাকা আত্মসাৎ, কনকরায়য়ে বিক্ষোভ-মানববন্ধন

Update Time : ০১:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

আল-আকসা জামে মসজিদের জায়গা বিক্রির নামে ১১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গাইবান্ধার কনকরা কলেজ রোড এলাকায় উত্তাল প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।

শুক্রবার সকাল ১১টায়, জুমার নামাজের পূর্বে মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

অভিযোগ অনুযায়ী, কৃষক দলের নেতা রুহুল আমিন (আল-আমিন) এবং যুবলীগ নেতা মোমিন মিয়া মসজিদের জমি বিক্রির প্রলোভন দেখিয়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরে জানা যায়, জমি বিক্রির কোনো বৈধ চুক্তি বা প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, “এটি শুধু অর্থ আত্মসাৎ নয়, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির গভীর ষড়যন্ত্র।” তারা দ্রুত বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বিক্ষুব্ধ জনতা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হুঁশিয়ারি দেন, ন্যায়বিচার না মিললে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

আয়োজনে: আল-আকসা জামে মসজিদের সকল মুসল্লি ও এলাকাবাসী।