সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীর নতুন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম পিএএ।

পলাশবাড়ী উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বদলীর আদেশ পেয়েছেন নাজমুল আলম (পিএএ)।

মঙ্গলবার (১৫ এপ্রিল-২৫) রংপুর বিভাগের সহকারী কমিশনার আজিজ সারতাজ যায়েদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নাজমুল আলম (পিএএ)এর আগে নীলফামারী জেলার ডোমার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পলাশবাড়ী উপজেলার নবাগত নির্বাহী অফিসার নাজমুল আলম (পিএএ)৩৫তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার প্রাপ্ত হন। চাকরি জীবনের শুরুতে তিনি ২০১৭ সালের ২ মে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান।

তিনি ২০১৮ সালে (ফেব্রুয়ারি -জুন) ৫ মাসের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রোগ্রামে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এসময় তিনি এসডিজি বাস্তবায়নে স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য স্বীকৃতি স্বরুপ দলগত ক্যাটাগরিতে ২৩ জুলাই-২০১৯ তারিখে মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে জাতীয় পর্যায়ে ‘জনপ্রশাসন পদক-২০১৯’ লাভ করেন।

পরবর্তীতে তিনি ২০২০ সালের ৩ আগস্ট মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২১ সালের অক্টোবরে তাকে ভূমি মন্ত্রণালয়ের আইসিটি শাখায় ডিজিটালাইজেশন কার্যক্রমে সহযোগীতা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত করে ঢাকা বিভাগে বদলী করা হয়।

তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তরে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ২০২৩ সালের ১৬ জুলাই থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা শহরের গুলশান পাড়ার মোঃ সিরাজুল আলমের একমাত্র ছেলে। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছোট।

তিনি ২০০৭ সালে দর্শনার কেরু উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এবং ২০০৯ সালে দামুড়হুদার আব্দুল ওয়াদুদ শাহ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে ৩৫তম বিসিএস-এ অংশ গ্রহণ করে প্রশাসনে ক্যাডার প্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন।

উল্লেখ্যঃ সদ্য বিদায়ী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে,২৬ ডিসেম্বর-২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে চট্টগ্রাম বিভাগে বদলির প্রজ্ঞাপন জারি করে তাকে (ফৌজদারি কার্যবিধি, 1898 এর ধারা-144) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওএসডি) হিসাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়ায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের পদ ৩ মাস ২০ শূন্য থাকার পর নাজমুল আলম (পিএএ)যোগদানের মধ্য দিয়ে পূর্ণ হবে। সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম পিএএ জানান,পলাশবাড়ী উপজেলায় যোগাদান করতে কিছু সময় লাগতে পারে।তবে তিনি নিশ্চিত করতে পারেননি,
কবে নাগাদ যোগদান করবেন।


Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গাইবান্ধায় নবাগত ও বিদায়ী পুলিশ সুপারের সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

পলাশবাড়ীর নতুন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম পিএএ।

Update Time : ০৮:০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

পলাশবাড়ী উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বদলীর আদেশ পেয়েছেন নাজমুল আলম (পিএএ)।

মঙ্গলবার (১৫ এপ্রিল-২৫) রংপুর বিভাগের সহকারী কমিশনার আজিজ সারতাজ যায়েদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নাজমুল আলম (পিএএ)এর আগে নীলফামারী জেলার ডোমার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পলাশবাড়ী উপজেলার নবাগত নির্বাহী অফিসার নাজমুল আলম (পিএএ)৩৫তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার প্রাপ্ত হন। চাকরি জীবনের শুরুতে তিনি ২০১৭ সালের ২ মে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান।

তিনি ২০১৮ সালে (ফেব্রুয়ারি -জুন) ৫ মাসের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রোগ্রামে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এসময় তিনি এসডিজি বাস্তবায়নে স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য স্বীকৃতি স্বরুপ দলগত ক্যাটাগরিতে ২৩ জুলাই-২০১৯ তারিখে মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে জাতীয় পর্যায়ে ‘জনপ্রশাসন পদক-২০১৯’ লাভ করেন।

পরবর্তীতে তিনি ২০২০ সালের ৩ আগস্ট মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২১ সালের অক্টোবরে তাকে ভূমি মন্ত্রণালয়ের আইসিটি শাখায় ডিজিটালাইজেশন কার্যক্রমে সহযোগীতা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত করে ঢাকা বিভাগে বদলী করা হয়।

তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তরে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ২০২৩ সালের ১৬ জুলাই থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা শহরের গুলশান পাড়ার মোঃ সিরাজুল আলমের একমাত্র ছেলে। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছোট।

তিনি ২০০৭ সালে দর্শনার কেরু উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এবং ২০০৯ সালে দামুড়হুদার আব্দুল ওয়াদুদ শাহ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে ৩৫তম বিসিএস-এ অংশ গ্রহণ করে প্রশাসনে ক্যাডার প্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন।

উল্লেখ্যঃ সদ্য বিদায়ী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে,২৬ ডিসেম্বর-২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে চট্টগ্রাম বিভাগে বদলির প্রজ্ঞাপন জারি করে তাকে (ফৌজদারি কার্যবিধি, 1898 এর ধারা-144) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওএসডি) হিসাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়ায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের পদ ৩ মাস ২০ শূন্য থাকার পর নাজমুল আলম (পিএএ)যোগদানের মধ্য দিয়ে পূর্ণ হবে। সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম পিএএ জানান,পলাশবাড়ী উপজেলায় যোগাদান করতে কিছু সময় লাগতে পারে।তবে তিনি নিশ্চিত করতে পারেননি,
কবে নাগাদ যোগদান করবেন।