ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটাচ্ছে দেশবাসী। ঈদুল ফিতরের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে ৯ দিনের ছুটি চলছে। এ দীর্ঘ ছুটির মাঝেও গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম সচল ছিলো।
শনিবার (৫ এপ্রিল) সরেজমিনে, উদাখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নারী ও শিশুদের সেবা নিতে দেখা যায়।
জানা যায়, ঈদের ছুটি চলাকালীন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো খোলা ছিল।স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী সেবা, নিরাপদ প্রসব, পরিবার পরিকল্পনা সেবাসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে। এতে ফুলছড়ির দুর্গম চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে।
সেবা নিতে আসা উদাখালী ইউনিয়নের শাহিনুর বেগম বলেন, ঈদের দীর্ঘ ছুটিতে হাতের কাছে এসব সেবা পাওয়ায় আমরা খুবই খুশি। সেবাদানকারী নিজেরা ঈদের ছুটি ভোগ না করে আমাদের সেবা দিচ্ছেন যা ভালো লাগার বিষয়।
ফুলছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) ডাঃ হৃদয় কর্মকার বলেন, এ উপজেলার ৭টি ইউনিয়নে মোট ২৮ জন গর্ভবতী সেবা, ০৬ জন প্রসব সেবা, ০৯ জন প্রসবোত্তর সেবা গ্রহণ করেন। এছাড়াও ১০ জন পুরুষ ও ২০ জন নারী সাধারণ রোগী সেবা এবং ১০ জন কিশোরী ও ০৮ জন শিশুকে বিভিন্ন রোগের সেবা ও পরামর্শ প্রদান করা হয়। বিবিধ পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে অত্র উপজেলায় খাবার বড়ি সুখী ১৮০ চক্র, আপন ১২ চক্র, কনডম ৫০৪ পিস বিতরণ ও ইনজেকশন ৫৪ ডোজ প্রদান করা হয়েছে। তিনি বলেন, উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন এবং আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
গাইবান্ধা প্রতিনিধি: 














