গভীর রাত পর্যন্ত বিয়েবাড়িতে বিকট শব্দে সাউন্ড সার্ভিস বাজানো নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা একে মূর্খতা ও ক্ষমতার দাপট হিসেবে বর্ণনা করছেন।
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় কোরআন সুন্নাহ হাফিজিয়া পুরুষ ও কওমী আমিনা মহিলা মাদ্রাসা এবং সংলগ্ন জামে মসজিদের পাশে ফরমান ও জিতুর বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজানো হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সেখানে একটি বড় মসজিদ ও দুটি মাদ্রাসা থাকায় ইবাদত ও পড়াশোনার ব্যাঘাত ঘটছে।
তাছাড়া সামনে এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে।
এছাড়াও, এলাকাটিতে অনেক বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি রয়েছেন, যারা বিকট শব্দের কারণে কষ্ট পাচ্ছেন। স্থানীয়রা বারবার অনুরোধ জানালেও বিয়েবাড়ির লোকজন তা উপেক্ষা করে উল্টো প্রতিবাদকারীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এমতাবস্থায়, ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছেন। শব্দদূষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।