সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট চকসারাই গ্রামে অবরুদ্ধ একটি পরিবারের যাতায়াতের রাস্তা মুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনায় এলে, আজ ৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন নিজেই ঘটনাস্থলে যান।
তিনি দুই পক্ষের সাথে আলোচনা করে, অবরুদ্ধ পরিবারটির চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ও নিউজ পেইজ কাজী টিভির সম্পাদক কাজী মোঃ আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চেয়ারম্যানের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা আরও বেশি উদ্যোগী হবেন।
গাইবান্ধা জেলা প্রতিনিধি: 











