পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে স্থানীয়দের আয়োজনে নিজ এলাকাবাসীর সাথে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহন করলেন, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট হামিদুল হক ছানা।
বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেলে রতনপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এলাকাবাসীর সকলের প্রিয়নেতা এডভোকেট হামিদুল হক ছানাকে কাছে পেয়ে লোকজন আনন্দিত হয়ে পড়েন। এসময় এডভোকেট হামিদুল হক ছানা অতীতের মতো আগামীতেও এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।এসময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, আব্দুস সাত্তার সহ অনেকে।
পরে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ফুলছড়ি উপজেলা প্রতিনিধি: 











