ঢাকাস্থ গাইবান্ধাবাসীদের সামাজিক সংগঠন গাইবান্ধা আড্ডা,ঢাকা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলী রিং রোডের প্রিন্স বাজারের প্রিন্স কিচেন-এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা আড্ডা সূত্র জানায়, শুধুমাত্র ঢাকায় বসবাসরত গাইবান্ধাবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে ২০২২ সালে গঠিত হয় গাইবান্ধা আড্ডা। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির উদ্যোগে প্রায়শই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক এহতেশাম রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শফিকুল আলম রতন। হামদ ও নাত পরিবেশন করেন এস কবীর প্রিন্স ও রিপন চৌধুরী। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নোমান। তিনি বিগত সময়ে গাইবান্ধার যেসব ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং সকল গাইবান্ধাবাসীর আগামী দিনে সুন্দর জীবন ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। উপস্থিত ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী মামুন এবং সমাজসেবক মো. মাহমুদ মোত্তাকিম মন্ডল।
বিকেলে আলোচনায় অংশ নেন এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ্ নুরুল কাদির কলি, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সেকেন্দার আযম আনাম, সাবেক অতিরিক্ত সচিব ওহেদুন্নবী সূর্য, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ, প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির খোকন, আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তাইফুল আলম রোজ, বিশিষ্ট নদী গবেষক প্রকৌশলী তাজমিলুর রহমান, বিশিষ্ট অ্যাডভোকেট ও সমাজসেবক সানোয়ার হোসেন নওরোজ, জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিংকি এবং জাতীয় নারী ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার ও ফুটবল প্রশিক্ষক শরীফা খাতুন অদিতি। আলোচনা শেষে সকল বক্তারা গাইবান্ধাবাসীদের এক ও ঐক্যবদ্ধ হয়ে গাইবান্ধার মানুষের সেবায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সানোয়ার হোসেন নওরোজ, রাশেদুল ইসলাম চঞ্চল, রওশন এ রহমান, সিদ্দিকুর রহমান সেলিম, শফিউর রহমান হারুন, শফিকুল আলম রতন, শাহজাহান হোসেন, এস কবীর প্রিন্স, শাহাদাত হোসেন মন্ডলসহ অনেকে।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি এহতেশাম রফিক উপস্থিত সকল অতিথিদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যারা সার্বিক দায়িত্ব পালন করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সফল ও সুন্দর করতে নিবেদিত প্রাণ হয়ে মেধা ও শ্রম কাজে লাগিয়েছন তাঁদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।